চারদিন ধরে নিখোঁজ রাঙ্গুনিয়ার মাদ্রাসা ছাত্র

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২ জুন, ২০২১ at ৮:১৪ অপরাহ্ণ

চারদিন ধরে মোহাম্মদ সোহান (১১) নামে রাঙ্গুনিয়ার এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে।
গত ৩০ মে সে নিখোঁজ হলেও আজ বুধবার (২ জুন) পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সোহান রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হিলাগাজী পাড়া এলাকার আলম শাহ’র শিশুপুত্র।
তিনি বলেন, “আমার সন্তান রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি মোহাম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসা ও হেফজখানায় অধ্যয়নরত ছিল। ওই মাদ্রাসা থেকেই গত ৩০ মে সকাল ৯টা থেকে সে নিখোঁজ। তাকে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।”
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার (১ জুন) রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বলে জানিয়ে সোহানের সন্ধান পেলে ০১৮২৪৪৫৪৭২৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচাকরির প্রলোভনে শিশুকে বলাৎকার
পরবর্তী নিবন্ধহালদায় ২য় দফা ডিম ছেড়েছে মা মাছ