চারদিন ধরে চলবে এবারের ডিসি সম্মেলন, শুরু শনিবার

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জেলা প্রশাসক সম্মেলনের সময়ের পরিধি এবার একদিন বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান বলেন, শনিবার থেকে শুরু হওয়া চারদিনের এই সম্মেলন শেষ হবে আগামী মঙ্গলবার।

শনিবার শুরু হলেও আগের দিন শুক্রবার (আগামীকাল) নিজ কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলেও মূল অধিবেশন অনুষ্ঠিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। খবর বিডিনিউজের।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। সাধারণত অন্যান্য বছর এই সম্মেলন তিনদিনের হয়ে থাকে। প্রশাসনের কথাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যাতে সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনতে পারে সেজন্য এবার সম্মেলনের সময়ের পরিধি একদিন বাড়ানো হয়েছে বলে সচিব আমিন উল আহসান জানান। তিনি বলেন, সম্মেলন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ এখন বেশ ব্যস্ত সময় পার করছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৪৭ বৌদ্ধ বিহারে সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ
পরবর্তী নিবন্ধরমজানে ভোগ্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান