চান্দিমালের সেঞ্চুরি কামিন্দুর বিশ্বরেকর্ডে প্রথম দিন শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

প্রথম টেস্ট জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই আধিপত্য শুরু করেছে শ্রীলংকা। উদ্বোধনী দিনে ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৩০৬ রান। গলে টস জিতে ব্যাট করতে নামার পর প্রথম ওভারে উইকেট হারিয়ে বিপদে পড়ে লংকান দল। ১ রানে ফিরেছেন ওপেনার পাথুম নিসাঙ্কা। তার পর মোমেন্টাম ধরে রাখার সুযোগ তৈরি হয়েছিল কিউইদের। সেটা করতে না পারার দায় সফরকারীদেরই। দিমুথ করুনারত্নেকে দুবার জীবন দেয় নিউজিল্যান্ড। সেই জীবন কাজে লাগিয়ে দিনেশ চান্দিমালকে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২২ রান। করুনারত্নে শেষ পর্যন্ত ৪৬ রানে রানআউটের শিকার হয়েছেন। বিপরীতে প্রান্ত আগলে নিয়ন্ত্রণ ধরে রাখেন চান্দিমাল। দুই সেশনে তার ব্যাটে ভর করেই আধিপত্য বিস্তার করে লংকান দল। চা বিরতির আগে তুলে নেন ১৬তম টেস্ট সেঞ্চুরি। অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে মিলে ততক্ষণে হাফসেঞ্চুরি জুটিতে অবিচ্ছিন্ন থেকেছেন। শেষ সেশনে এসে বামহাতি চান্দিমাল ১১৬ রানে গ্লেন ফিলিপসের বলে বোল্ড হয়েছেন। তার ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি। চান্দিমালের বিদায়ে ভাঙে ৯৭ রানের জুটি। তার পরও সমস্যা হয়নি। নির্বিঘ্নে দিন পার করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কামিন্দু মেন্ডিস জুটি। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তারা। ম্যাথুজ ৭৮ রানে ব্যাট করছেন, কামিন্দু ব্যাট করছেন ৫১ রানে। তারা এখনও অবিচ্ছিন্ন ৮৫ রানে। কামিন্দু অবশ্য বিশ্ব রেকর্ডও গড়েছেন। দুই বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর টানা অষ্টম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এমন কীর্তি নেই আর কারও। মাইফলক ছুঁয়েছেন ম্যাথুজও। একই ভেন্যুতে ২ হাজার রান করা ষষ্ঠ ক্রিকেটার লংকান ক্রিকেটার। এই দলে আছেন জো রুট ও গ্রাহাম গুচ।

পূর্ববর্তী নিবন্ধসেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
পরবর্তী নিবন্ধথেমে গেলেন ডোয়াইন ব্রাভো