চান্দগাঁও বালুরটাল ব্রিজ হবে চার লেইনের

ব্যয় হবে ৫ কোটি ৪১ লাখ টাকা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১২:১৩ অপরাহ্ণ

নগরের চান্দগাঁও বালুরটাল ব্রিজটি ৫ কোটি ৪১ লাখ টাকায় নতুন করে নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বর্তমানে আরাকান সড়ক চার লেইনের হলেও বালুর টাল ব্রিজটি দুই লেইনের। এতে সেখানে যানজট সৃষ্টি হয়। ২৫ মিটার দীর্ঘ নতুন ব্রিজটি হবে চার লেইনের। ফলে নির্মাণ কাজ শেষ হলে কমে আসবে যানজট।

গতকাল সোমবার বালুরটাল ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এরপর মেয়র আরাকান সড়কে সানোয়ারা ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে নবনির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন। ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ২৭ দশমিক ৫ মিটার ও প্রস্থ ৩ মিটার। এটি নির্মাণে খরচ হয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা। ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আরাকান সড়ক লেইনের হলেও বালুর টাল ব্রিজ দুই লেইন হওয়ায় যানজট সৃষ্টি হয়। নতুন ব্রিজ স্থাপন করে এর সক্ষমতা চার লেইনে উন্নীত করা হচ্ছে। এতে যানজট কমে আসবে।

মেয়র বলেন, নতুন কালুরঘাট সেতু নির্মাণকে মাথায় রেখে কালুরঘাট সেতু সংযোগ সড়কের সক্ষমতা বৃদ্ধি করায় ব্রিজ নির্মাণ প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চান্দগাঁও, মোহরা ও কালুরঘাট অঞ্চলের সাথে চট্টগ্রাম শহরের সংযোগ আরও সুগম হবে। আাগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ শুরু করছি। মেয়র বলেন, ৪৭২টি রাস্তার উন্নয়ন, ফুটওভার ব্রিজ নির্মাণ, খেলার মাঠ ও সৌন্দর্যবর্ধনের জন্য ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও সুবিধাজনক হবে।

মেয়র উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রকৌশলী, ঠিকাদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা নিম্নমানের উপকরণ ব্যবহার যেন না হয়, তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে মেয়র বলেন, শহরের ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে চান্দগাঁও হাজেরাতজু ডিগ্রি কলেজের সামনের সড়কটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। এ এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের সুবিধার জন্য ফুটওভার ব্রিজ স্থাপন করেছি। মেয়র বলেন, আমরা চট্টগ্রামকে স্মার্ট ও ক্লিন সিটিতে পরিণত করতে চাই, যেখানে জনগণ নিরাপদে চলাচল করতে পারবে। চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে চসিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর সমাধানে ৩৬টি খালের উন্নয়ন এবং ১৬শ কিলোমিটার দীর্ঘ নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র নগরবাসীকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান এবং ময়লাআবর্জনা ও প্লাস্টিক বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও মাহমুদ শাফকাত আমিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম ও মাহবুবুল আলম।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত দুই চালক
পরবর্তী নিবন্ধরোহিতের ফিটনেস ও নেতৃত্ব নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক