চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩৭ পূর্বাহ্ণ

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, হামলামামলা , গ্রেপ্তারনির্যাতন করে নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম থেকে বিচ্যুত করা যাবেনা। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে চলমান সংকট থেকে উত্তরণে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠনকল্পে গতকাল বুধবার চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এতে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু। থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি ও সদস্য সচিব মো. শহীদুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, অ্যাড.সাইদুল ইসলাম, মামুনুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের নির্দেশ
পরবর্তী নিবন্ধজনশুমারি ও গৃহগণনা উপলক্ষে দোহাজারীতে অবহিতকরণ সভা