চান্দগাঁওয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত জুবায়ের হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁওয়ে এক বছর আগে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার আরো এক আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব৭। তার নাম মো. ফারুক (২৪)। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও মৌলভীর পুকুর পাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার ছবির আহম্মদের ছেলে। এই নিয়ে জুবায়ের হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের খেলার মাঠ (টার্ফ) দখল নিয়ে নগর যুবদলের তৎকালীন যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও তৎকালীন কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান খেলা দেখতে আসা জুবায়ের। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর জুবায়েরের ভগ্নিপতি বাদী বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২৩ সেপ্টেম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. তারেক এবং ২০ আগস্ট আবির রহমান রুবেলকে গ্রেপ্তার করে পুলিশে সোর্পদ করে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৫ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ রোগী