কক্সবাজার মহেশখালীর কুখ্যাত ডাকাত নেয়ামতুল্লাহ ওরফে মধু (৪৮) ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মধু ডাকাত কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা-চালিয়াতলী এলাকার আব্দুল গণির ছেলে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও এলাকা থেকে মধু ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, মধু একজন পেশাদার ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র আইনে চারটি এবং দুটি ডাকাতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে মহেশখালী থানায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে। মধু ৩০টির বেশি ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে। তিনি আরও বলেন, সম্প্রতি মহেশখালীর শাপলাপুর এলাকায় দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়।












