চান্দগাঁওয়ে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার হোসেন কলোনির সামনে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ নুরুল হক বাবু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবু পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেইট ২৮৫ সিআইডি বিল্ডিংয়ের দ্বিতীয় তলার তোফাজ্জল হক তপুর ছেলে। চান্দগাঁও থানার ওসি সাখাওয়াত হোসাইন আজাদীকে বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে চোর ও ছিনতাই প্রতিরোধে বিশেষ কাজ করা হচ্ছে। বুধবার রাতে হোসেন কলোনির সামনে অভিযান চালিয়ে নুরুল হক বাবুকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে চোরাই একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা, একটি ক্যানন ডিজিটাল ক্যামেরা, দুইটি স্মার্ট ফোন ও নগদ ১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বাবু চোরাই পণ্য কিনে নগরীর বিভিন্ন জায়গায় বিক্রির সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় পাঁচটির বেশি চুরির মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় কিডনি রোগীদের সাহায্যে এগিয়ে আসুন
পরবর্তী নিবন্ধপিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে