চান্দগাঁওয়ে চারজন গ্রেপ্তার

৪০ লাখ টাকা পুরস্কার দেখিয়ে লটারি বিক্রি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার মৌলভী বাজার তিন রাস্তার মোড় থেকে ৪০ লাখ টাকা পুরস্কারের ভুয়া লটারি বিক্রির সময় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন বাঁশখালীর বাণীগ্রামের মৃত রঞ্জিত মল্লিকের ছেলে সজীব মল্লিক (২৫), চান্দগাঁওয়ের খলিফা পাড়া ছাত্তার মেম্বারের বাড়ির মো. নাছিরের ছেলে মো. শাহ উল্লাহ আরমান প্রকাশ নাঈম (২০), রাউজান উরকিরচর ইউনিয়নের জানে আলী শিকদার বাড়ির মৃত আজিজুল হকের ছেলে মো. মিনারুল হক প্রকাশ সাইমন (৩১) ও চান্দগাঁও মহসিন কলোনি ৫ নম্বর রুটের বাসিন্দা মো. ওমর ফারুক ভূঁইয়া (৪৫)। গতকাল দুপুর দুটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) রাজেস বড়ুয়া বলেন, ধৃতরা ৪০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কারের লোভ দেখিয়ে লটারি বিক্রির মাধ্যমে জনগণের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা উক্ত লটারি বিক্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ধৃতদের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাজাপ্রাপ্ত ৭ জনের জামিন হাই কোর্টে
পরবর্তী নিবন্ধনজরুল