নগরীর চান্দগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি বান্দরবানের লামা থানা এলাকার হরিণখাইয়া এলাকার মো. বাবুলের ছেলে মো. শাহিন প্রকাশ পুতু। গত শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বান্দরবানের লামা থানার বড় মুসলিম পাড়া এলাকায় গত ১৯ ডিসেম্বর দুই শিশু ধর্ষণের শিকার হয়। পরিবারের সদস্যরা বাসায় না থাকার সুযোগে তাদের উপর যৌন নিপীড়ন চালায় আসামি শাহিন। পরে ঘটনা জানাজানি হলে শিশুর পরিবারের পক্ষ থেকে লামা থানায় একটি মামলা দায়ের হয়। র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ঘটনার পর আত্মগোপনে চলে যায় শাহিন। এর মধ্যে আমাদের কাছে তথ্য আসলে আমাদের টিম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।












