নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। চান্দগাঁও থানার উপপরিদর্শক সুমন বড়ুয়া বলেন, বাস দুইটি কারখানার শ্রমিকদের আনা নেওয়া করতো। সকাল ৯টার দিকে সিঅ্যান্ডবিমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের যাত্রীরা আহত হন। পরে ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।