নগরের চান্দগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. শাকিল (২৬), মো. মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), মো. জুয়েল (৩০), মো. সালাউদ্দিন (২৫) এবং মো. হাসমত আলী (৪৮)। জানা গেছে, চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানের অংশ হিসেবে গত বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজে অভিযান চালানো হয়। পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পুলিশ। এর প্রতিবাদে রিকশাচালকরা বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট দেখা দেয়। পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাঁধে। ধাওয়া–পাল্টার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সেনাবাহিনীর সদস্যরা। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার অভিযান শুরু করে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা রুজুর পর সবশেষ ৫ জনসহ ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া থানার এককিলোমিটার এলাকা থেকে মো. হাসমত আলী (৪৮) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইছহাক মেম্বারের বাড়ির মৃত ইসহাক মেম্বারের ছেলে। তবে তিনি নগরের উত্তর নালা পাড়া এলাকায় থাকেন।