চান্দগাঁওয়ে পুলিশ-রিকশাচালক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হলো ৫১ জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় হওয়া মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৬টার দিকে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গ্রেপ্তাররা হলেন, মো. ইব্রাহিম (৪০), মনির আহম্মদ (৫০), মো. রবিন ইসলাম (২৫) এবং আরাফাতুল ইসলাম নোমান (২২)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় সেদিন পাঁচজন পুলিশ আহত হয়েছিলেন। পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরার জন্য অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিপিং এজেন্টস্‌ এসোসিয়েশন কমিটির মেয়াদ ৬ মাস বাড়ালো
পরবর্তী নিবন্ধছাত্রবন্ধু’১৭ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত