নগরীর চান্দগাঁও থানা এলাকায় আন্তঃজেলা সিএনজিচালিত টেক্সি চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর পশ্চিম মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে চারটি চোরাই টেক্সি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তাররা হলো মো. জমশেদ (২৮) ও জামশেদ উদ্দিন (৩২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজাদীকে বলেন, বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই এলাকা থেকে সৌরাত মাহামুদ আবিদ নামে এক ব্যক্তির একটি সিএনজি টেক্সি চুরি হয়। এ ঘটনায় বিকেলে মামলা নিয়ে রাতেই অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সিএনজি টেক্সিটি উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার (গতকাল) ভোরে কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকা থেকে আরও তিনটি চোরাই সিএনজি টেক্সি উদ্ধার করে পুলিশ।
ওসি জাহিদুল জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চান্দগাঁও থানা এলাকাসহ নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে সিএনজি টেক্সি চুরি করে সুযোগ বুঝে বিক্রি করে দিতো।