চান্দগাঁওয়ে ছিনতাইকারীসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বিশেষ অভিযানে শীর্ষ ছিনতাইকারী ও চাঁদাবাজ ১০ মামলার আসামি নিশাদসহ ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে চান্দগাঁও থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, শীর্ষ ছিনতাইকারী ও ১০ চাঁদাবাজ মামলার আসাসি মো. নিশাদ (২৪), মো. কাউছার ও মো. আতিকুল ইসলাম (২৬)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. ইমামুল হাসান ও এসআই মো. শাহজাহানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার শীর্ষ ছিনতাইকারী নিশাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলাসহ চাঁদাবাজের মামলা রয়েছে। আমাদের অভিযান অব্যহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক আবুল বাশার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অনুরূপা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ১৫ জন শিক্ষার্থী