চাটগাঁইয়া বাবর আলীর এবার লোৎসে জয়

প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন নতুন রেকর্ড । একই অভিযানে দুটি আট হাজার মিটারের বেশি উচ্চতার চূড়ায় ওড়ালেন লাল-সবুজের পতাকা

হাসান আকবর | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

চাটগাঁইয়া পোয়া’ ডা. বাবর আলী এবার নতুন রেকর্ড সৃষ্টি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসেও জয় করলেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার দুইদিনের মাথায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে তিনি লোৎসের চূড়ায় দাঁড়িয়ে লাল সবুজের পতাকা ওড়ান। তিনিই প্রথম বাংলাদেশি যিনি মাউন্ট এভারেস্টের লাগোয়া এ লোৎসে জয় করলেন। এর আগে আর কোন বাঙালি এই চূড়ায় যান নি। একই অভিযানে দুইটি আট হাজার মিটারের বেশি উচ্চতার চূড়ায় লালসবুজের পতাকা ওড়িয়ে তিনি ভিন্নমাত্রার রেকর্ডও সৃষ্টি করেন। লোৎসের উচ্চতা ২৭ হাজার ৯৪০ ফুট (৮ হাজার ৫১৬ মিটার)

বাবর আলীর লোৎসে জয়ের তথ্যটি নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান। তিনি বলেন, আজ ভোরে বাবর আলী লোৎসে জয় করেছেন। বাংলাদেশের ইতিহাসে বাবর আলীই প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত সামিট করেছেন। এই লক্ষ্য পূরণ করে বাবার আলী নতুন রেকর্ড গড়লেন। তিনি গত ১৯ মে ভোরে ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। হাটহাজারীর হালদা পাড়ের কুয়াইশ বুড়িশ্চরের সন্তান ডা. বাবর আলী একইসাথে দুইটি চূড়া জয় করার লক্ষ্য নিয়ে নেপাল হয়ে যাত্রা করেন। এভারেস্ট জয়ের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে, শুধু এভারেস্টই নয়, একই সামিটে তার লোৎসেও জয় করারও মিশন রয়েছে।

ডা. বাবর আলীর এই অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান বলেন, যতটুকু খবর পেয়েছি বাবর আলী সুস্থ আছেন। তিনি সকালে লোৎসে জয় করার পর কিছুক্ষণ ওখানে অবস্থান নিয়ে নামতে শুরু করেন। ২৭ হাজার ৯৪০ ফুট উচ্চতার লোৎসে থেকে তিনি ১ হাজার ৯৪০ ফুট নিচে নেমে বেলা ১১টা নাগাদ ২৬ হাজার ফুট উচ্চতার বেস ক্যাম্প৪ এ অবস্থান করেন। ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি ১ হাজার ৭শ’ ফুট নিচে নেমে বেস ক্যাম্প৩ এর দিকে যাত্রা করেন। বিকেল ৪টা নাগাদ তিনি ২৪ হাজার ৩শ’ ফুট উচ্চতার ব্যাস ক্যাম্প৩ এ পৌঁছে বিশ্রাম নেন।

এরপর তিনি আরো প্রায় ৩ হাজার ৩০০ ফুট নিচে বেস ক্যাম্প২ এর দিকে যাত্রা করেন। রাতে তার ২১ হাজার ফুট উচ্চতার বেসক্যাম্প২ এ অবস্থান করার কথা রয়েছে। আজ দিনের মধ্যে তিনি ১ হাজার ৫শ’ ফুট নিচে নেমে ১৯ হাজার ৫শ’ ফুট উচ্চতার বেসক্যাম্প১ পৌঁছানোর টার্গেট রয়েছে।

বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স নিজেদের ফেসবুক পেজে লোৎসে পর্বতজয়ের তথ্য জানিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে আজ লিখিত হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। আর লেখক আমাদের স্বপ্ন সারথিবাবর আলী। ফেসবুক পেজে আরো লেখা হয় যে, এটিই বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি ৮ হাজারি শৃঙ্গ সামিট।

ফরহান জামান জানান, ডা. বাবর আলী লোৎসে থেকে নামতে শুরু করেছেন। তিনি বেসক্যাম্পে পৌঁছার পরই আমরা উৎসব করবো।

হাটহাজারীর বুড়িশ্চরের সাবেক কুয়েত প্রবাসী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এবং গৃহিনী লুৎফন্নাহার বেগম দম্পতির চার সন্তানের মধ্যে ডা. বাবর আলী দ্বিতীয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের ছাত্র হিসেবে এমবিবিএস ডিগ্রি নিয়েছিলেন। কিছুদিন স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে চাকরি করলেও পরবর্তীতে পাহাড়ে যাওয়ার জন্য ছুটি না পাওয়ায় তিনি চাকরি ছেড়ে দিয়ে পাহাড়ের পর পাহাড় জয় করতে থাকেন।

গত ১ এপ্রিল তিনি নেপালের উদ্দেশে দেশ ছাড়েন। যাওয়ার আগের দিন গত ৩১ মার্চ চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে নিজের ইচ্ছার কথা জানিয়ে বাবর আলী বলেন, বেশির ভাগ পর্বতারোহীই বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। আমিও দেখছি। আমি চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি। তাই এবার এভারস্টের সঙ্গে লোৎসে জয় করার স্বপ্ন দেখছি। পুরো অভিযানে সময় লাগবে দুই মাস। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের ৩য় সপ্তাহ কিংবা শেষ সপ্তাহে চূড়ায় আরোহণ করতে পারি।’

এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি নেপালের আমা দাবলাম পর্বতও জয় করেন। পর্বতারোহণ তার নেশা হলেও সাইক্লিং, ম্যারাথন, স্কুবা ডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিতেও নিয়মিত জড়িত ছিলেন। অ্যাডভেঞ্চারের তাড়নায় হেঁটে ঘুরেছেন দেশের ৬৪ জেলা, সাইকেলে চালিয়ে ঘুরেছেন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী।

ডা. বাবর আলীর আগামী ৩ জুন দেশে ফেরার টিকেট করা আছে। তবে তার পরিবারের পক্ষ থেকে তাকে আরো আগে দেশে ফিরে আসার ব্যাপারে তাগাদা দেয়া হয়েছে। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে বলা হয়েছে যে, আগামী ১ জুন বাবর আলীকে চট্টগ্রামে ফিরিয়ে আনার ইচ্ছে রয়েছে। তবে পরিবেশ আবহাওয়া এবং বিমানের টিকেটসহ সার্বিক বিষয়ের উপরই বাবরের দেশে ফেরার দিনক্ষণ নির্ভর করবে।

পূর্ববর্তী নিবন্ধএবার উপজেলায় হারলেন সাবেক এমপি জাফর
পরবর্তী নিবন্ধএসএসসির ৭৬,০৪২ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন