চাচাকে গুলি করে হত্যা, অভিযুক্ত ভাতিজা গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

মহেশখালীর কালারমারছড়ায় ইউনিয়নে চাচা শাহাদাত হোসেন দোয়েলকে (৪৯) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ভাতিজা সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে কালারমারছড়ার ছামিরা ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম মোহাম্মদ শাহঘোনা এলাকার মৃত ছিদ্দিক আহমেদ মাতব্বরের পুত্র।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, সাদ্দাম নিহত দোয়েলের ভাতিজা। রোববার দিবাগত রাতে কালারমারছড়ার মোহাম্মদ শাহঘোনা মুজিব কিল্লা এলাকায় অভ্যন্তরীণ গোষ্ঠীগত দ্বন্দ্বে দোয়েলকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে তৎপর ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আর কারা জড়িত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশাপলা পাবে না এনসিপি : ইসি সচিব
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ যে সন্ত্রাসী দল, আবার প্রমাণ হল