চাক্তাই খাতুনগঞ্জ ট্রাক মালিক শ্রমিক সমন্বয় কমিটির সভা

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

পণ্য পরিবহনের চুরি, ছিনতাই ঠেকাতে চিহ্নিত স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে সিসি ক্যামেরার আওতায় এনে কর্ণফুলী, পটিয়া, কোতোয়ালী মোড়, আলকরণ মোড়, লালদিঘীর পাড় হাইওয়ে পুলিশের টহল জোরদার করার জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় পণ্য চুরির দায়ভার পুলিশকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আসন্ন রমজানে দ্রব্যমূল্য জনগণের নাগালে মধ্যে রাখতে সিটি মেয়র ও ট্রাফিক বিভাগ আন্তরিক হলে চাক্তাই খাতুনগঞ্জের যুগের পর যুগ চলমান যানজটের ভোগান্তি কমবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

গতকাল শুক্রবার চাক্তাই ট্রাক মালিক শ্রমিক সমন্বয় কমিটির সভায় বক্তার উপরোক্ত কথা বলেন। চাক্তাই ট্রাক মালিক সমিতির কার্যালয়ে খাতুনগঞ্জ ট্রান্সপোর্ট মালিক মোজ্জাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাক্তাই খাতুনগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন কাজল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাক্তাই ট্রাক মালিক মোঃ জোসেফ, জামাল চৌধুরী, খাতুনগঞ্জ ট্রাক মালিক জিলানী সোহেল, খামালী সমিতির সম্পাদক আবদুল বারেক, আব্বাস, ট্রাক শ্রমিক আসলাম, ড্রাইভার নুরুল হক, মোহরম আলী, হাবিব, সাজ্জাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অত্যাচারে মানবতার বিপর্যয় ঘটেছে