ভোগ্যপণ্যের পাইকারী আড়ত চাক্তাইয়ে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের জন্য বাকলিয়া থানা পুলিশের সাথে মতবিনিময় করেছেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নেতারা। গতকাল সোমবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাকলিয়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম এবং পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান।
মতবিনিময়কালে সমিতির নেতারা বলেন, যুগ যুগ ধরে চাক্তাই এলাকায় ব্যবসায়ীরা ব্যবসা করে আসছেন। এই চাক্তাইয়ে দেশের বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে ট্রাক–কাভার্ডভ্যান প্রবেশ করে। কিন্তু সাম্প্রতিককালে চাক্তাইয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন নাম দিয়ে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছে চাক্তাই এলাকার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নিজাম উদ্দিন প্রকাশ গাঁজা কাজল ও তার বাহিনীরা। আমরা ব্যবসায়ীরা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছি। এছাড়া আমাদের চাক্তাই এলাকায় রাতে মাদকের আসর বসে। এছাড়া ভেড়া মার্কেট এলাকাতে জুয়ার আসে। সেখানে বিভিন্ন দোকানের কর্মচারীরা জুয়া খেলে সর্বস্বান্ত হচ্ছে। তাই এসব বিষয়েও পুলিশের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা।
বাকলিয়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, আমি থানায় নতুন যোগ দিয়েছে, আমি চাক্তাইয়ের ব্যবসায়ীদের আশ্বস্ত করতে পারি, আমি যতদিন দায়িত্বে আছি, চাক্তাইয়ে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া মাদক ও জুয়ার আসরের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করবো। চাক্তাইয়ের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর আছি। চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহ–সভাপতি ওমর আজম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সহ–সভাপতি মো. ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর, মীর আহম্মদ সওদাগর, মোহাম্মদ আলী আব্বাস তালুকদার, মো.আহসান খালেদ পারভেজ, চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহসহ প্রমুখ।