পটিয়ায় ৯০ লাখ টাকার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। উপজেলার বাইপাস সড়কে গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পিকআপের চাকার ভিতরে লুকানো ৩০ হাজার ১০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- চালক নুরুল আলম (২৬) ও তার সহকারী কাইসার উদ্দিন (২০)। তাদের বাড়ি কঙবাজারের উখিয়া থানাধীন কুতুপালং এলাকায়।
এ ব্যাপারে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফছার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কঙবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিলেন। তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০ লাখ ৩০ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জানান, সোমবার রাতে ৩০ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে পটিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ (গতকাল মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।