চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল আগামীকাল ২৮ আগস্ট ঘোষণা করা হবে। এদিন ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটরিয়ামে বিকেল ৩টার সময় তফসিল ঘোষণা করবে চাকসু নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মনির উদ্দিন বলেন, প্রশাসনের সঙ্গে আজকে (মঙ্গলবার) একটি বৈঠক শেষে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলতি সপ্তাহের বৃহস্পতিবার (আগামীকাল) তফসিল ঘোষণা করবো। পাশাপাশি নির্বাচনের সার্বিক কার্যক্রম মোটামুটি শেষের দিকে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে চাকসুতে।
সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় চাকসু নির্বাচনের মুখ দেখেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।