চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও নান্দনিক রাখার লক্ষ্যে ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টা ৩০ মিনিট শহীদ মিনার প্রাঙ্গণে এই অভিযান কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশবাদী শিক্ষার্থী সংগঠনগুলো। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর পরিবেশ ও সমাজসেবা সম্পাদক তাহসিনা রহমান। আয়োজকরা জানান, ক্যাম্পাসের ১২টি পয়েন্টে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। স্থানগুলো হলো, চবি রেলস্টেশন, নতুন কলা অনুষদ, পুরাতন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, বুদ্ধিজীবী প্রাঙ্গণ, ছাত্রী হলসমূহ, বোটানিক্যাল গার্ডেন, গোল চত্বর, ছাত্র হলসমূহ ও চাকসু প্রাঙ্গণ। সহায়তাকারী ছয়টি সংগঠনগুলো হলো, চবি গ্রিন ভয়েস, আওয়ার গ্রিন ক্যাম্পাস, চবি ক্যারিয়ার ক্লাব, কনজ্যুউমার অ্যাকোসাইজেশন বাংলাদেশ, চবি সায়েন্টিফিক সোসাইটি, থ্রি আর, ও পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং ফেডারেশন।












