চাকরির প্রতিশ্রুতিতে ভারতে গিয়ে হারালেন কিডনি, গ্রেপ্তার ৩

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

চাকরির কথা বলে ভারতে নিয়ে যাওয়া হয় ঢাকার বেকার যুবক রবিনকে। পরে দীর্ঘদিন আটকে রেখে তার একটি কিডনি দিতে বাধ্য করা হয়। এর আগে প্রায় ১১ মাস ধরে চক্রটি তার সঙ্গে নানা কৌশলে সম্পর্ক বজায় রেখে প্রতিবেশী দেশটিতে নিয়ে যেতে সক্ষম হয়।

ভারত থেকে ফিরে এসে কিডনি হারানো মিরপুরের সেই যুবক ধানমন্ডি থানায় মামলা করলে এমন একটি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের গ্রেপ্তারের পর গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) . মহিদ উদ্দিন বলছেন, এরা কিডনি কেনাবেচার সঙ্গে জড়িত আন্তঃদেশীয় দালালচক্রের সদস্য। খবর বিডিনিউজের। গ্রেপ্তার তিনজন হচ্ছেন মো. রাজু হাওলাদার (৩২), শাহেদ উদ্দীন (২২) ও মো. আতাহার হোসেন বাপ্পী (২৮)। তবে রবিনকে ফুসলিয়ে ভারত নিয়ে যাওয়া মাছুম নামের এক ব্যক্তির খোঁজ এখনও পায়নি পুলিশ।

এদের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন বলেন, মানুষের অভাবঅনটনকে পুঁজি করে এ চক্র প্রতারণার মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে কিডনি নিয়ে উচ্চমূল্যে বিক্রি করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধএকীভূত হতে এবার সোনালী-বিডিবিএল সমঝোতা
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে অটাম ২০২৪ অ্যাডমিশন ফেয়ার