চাকরির পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়া হোক

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

সরকারি চাকরির বেশিরভাগ পরীক্ষা হয়ে থাকে রাজধানী ঢাকায়। আগেই বলেছি বর্তমান শিক্ষার্থীদের অধিকাংশই টিউশন করে বা পার্ট টাইম কোনো কাজ করে কোনো রকমে নিজে চলতে পারে, সেখানে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া তাদের প্রতি যেন মড়ার ওপর খাঁড়ার ঘা এর মতো। ঢাকা শহরে একবার আসা যাওয়া করতেও গুণতে হয় কয়েক হাজার টাকা, যা অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে অসম্ভব হয়ে যায়। ফলে অনেকে সরকারি চাকরিতে আবেদন করলেও অর্থাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। এমন ঘটনা প্রতিনিয়ত অহরহ ঘটছে। অথচ বিভাগীয় শহরে পরীক্ষাগুলো হলে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারতো। আসা যাওয়ার খরচ, সময়, যাতায়াত সমস্যাসহ বহু কারণে অনেক মেধাবী মুখ ঝরে যাচ্ছে যারা সমাজ, জাতি ও দেশের কল্যাণে বড় ধরনের অবদান রাখতে পারতো। দেশের প্রতিটি সেক্টরে অবাধ বিচরণ করে যারা দেশের কল্যাণ সাধিত করার যোগ্যতা রাখে তারা নীরবেই অকালে ঝরে যাচ্ছে। তাই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলো বিভাগীয় শহরে নেওয়া হোক। এতে করে কোনো মেধাবী আর অকালে ঝরে যাবে না।

আরিফুল কাদের

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধসেলিম আল দীন : নাট্যজগতের অপার বিস্ময়
পরবর্তী নিবন্ধপারস্পরিক সহযোগিতা প্রয়োজন