চাকরিতে ঢোকার বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত হয়নি : জনপ্রশাসন মন্ত্রী

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করার বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আপাতত বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই। আগামীতে বাড়বে কিনা বা বাড়ালে ভালো হবে কিনাবিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে আরো আলোচনা পর্যালোচনা করে ভবিষ্যতে দেখা হবে। খবর বিডিনিউজের।

এর আগে চাঁদপুর৫ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন সম্পূরক প্রশ্নে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সরকারের ভাবনা জানতে চান। রফিকুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে যোগদানের যে বয়সসীমা রয়েছে তা অনেক আগে নির্ধারণ করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন
পরবর্তী নিবন্ধজলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কর্মসূচি চালাবে চসিক