হালিশহরস্থ চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুলে রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের আগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সালাতু সালাম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এম.এন হুছাইন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাবরিনা সুলতানা, অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা শেখ নঈম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওছার, এমফিল গবেষক ঢাকা ইউনিভার্সিটি। আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক কনিকা সুলতানা, সহকারী শিক্ষক শারিয়ার মাসুম, ইসরাত ম্যাডাম, হাই স্কুল শাখার শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন–জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদ ঈদে আজম।