চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৪:৪০ পূর্বাহ্ণ

সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে ঈদ উদযাপিত হবে আগামীকাল বুধবার। গালফ নিউজ জানায়, সৌদি আরব ঘোষণা দিয়েছে, মঙ্গলবার হবে রমজানের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর বাংলানিউজের। এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ২৯ রমজান সোমবার সন্ধ্যায় মুসলিমদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। তবে এদিন চাঁদ দেখা যায়নি। রমজান শেষে নতুন চাঁদ ওঠার মাধ্যমে শাওয়াল মাসের শুরু হয়। এ মাসের প্রথম দিন ঈদুল ফিতর হিসেবে উদযাপন করেন মুসলমান ধর্মাবলম্বীরা।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাংয়ের হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে চিকিৎসক
পরবর্তী নিবন্ধঈদ ঘিরে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি