হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা আনুমানিক এগারটার দিকে ৮নং মেখল ইউনিয়নের উত্তর মেখলের আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাঁদা না দেওয়ায় এঘটনা ঘটেছে বলে জানান ওই ব্যবসায়ী।
সূত্র জানায়, বুধবার বেলা এগারটার দিকে উল্লিখিত এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো.জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন মুখোশধারী যুবক যায়। পরে চারজন বাড়ির বাউন্ডারির ভেতরে ঢুকে বিল্ডিং লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত চলে যায়। এসময় বিল্ডিংটি তালাবদ্ধ ছিল এবং বিল্ডিংয়ে কোনো লোকজন ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিল্ডিংয়ের ২য় তলার বারান্দার গ্লাসে গুলির চিহ্ন দেখে ও বিল্ডিংয়ের নীচ থেকে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বলে জানায় পুলিশ। এসময় জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা পুলিশের একটি সূত্র জানায়, গত ১৫ দিন পূর্বে ওই ব্যবসায়ীকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। তখন তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি বলে পুলিশকে জানাননি। বাড়িতে গুলি বর্ষণের ঘটনার বিষয়েও এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি ওই ব্যবসায়ী।
এ ব্যাপারে জানতে ওই বিল্ডিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলমকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ জানান, ঘটনার পর পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ব্যবসায়ী ধারণা করছেন চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর বাড়িতে গুলি করেছে।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। তাদের থানায় এসে এ ঘটনায় অভিযোগ করতে বলা হয়েছে। আর ওই অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।