‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে’

৩৮ নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময়

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ সওদাগর বলেছেন, জনগণের সেবা করার জন্য বিএনপি মাঠে রাজনীতি করে, বিগত সরকারের আমলে দলের যেসব নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদেরকে নিয়ে রাজনীতি করব। গত ২৮ জুন নগরীর ৩৮ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ধোপার দিঘির পশ্চিম পাড় নিশ্চিন্তা পাড়া ইউনিট শাখার উদ্যোগে আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে বিএনপির নামধারী কিছু নেতা আওয়ামী লীগের সাথে আঁতাত করে ব্যবসা বাণিজ্যে, দোকানপাট দখল, চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট ঘোষণা এসব অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। সুশীল সমাজ, যুব সমাজ, শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ ও এলাকার মুরুব্বিদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে।

বিএনপি নেতা এমদাদের সভাপতিত্বে ও মো. আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. জাহেদ, অ্যাড. হাছান, ইউছুফ রেজা মিন্টু, মো. তাজু উদ্দিন, ইব্রাহিম ফরাজি, আলী আজম, আজম উদ্দিন, হানিফ ও বদিউর রহমান রেজভী। উপস্থিত ছিলেন, জুবায়ের, হোসেন মনা, ফারুক, মামুন, আলী রাশেদ, ইব্রাহিম লেদা, শাহজাহান, মাসুদ, আবদুস সত্তার, আনিস, নুরু, আলমগীর, লালন, এস এম সৌরভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র আইন অনুষদের ডিন হলেন ড. মাইমুল আহসান খান
পরবর্তী নিবন্ধমুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি