চাঁদাবাজির প্রতিবাদ করায় নগরে মো. মুসলিম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতরাত সাড়ে আটটার দিকে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মুসলিম একই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।
নিহতের চাচা মো. আলী হোসাইন সাংবাদিকদের বলেন, আমরা নিজেরাও বিএনপি পরিবারের সদস্য। কিন্তু দুঃখজনকভাবে মিজান নামের এক সন্ত্রাসী বিএনপি পরিচয় দিয়ে এলাকার একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিল। তার সঙ্গে আমির নামের আরও একজন ছিল। এসময় দোকানটির সামনে থাকা মুসলিম প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে মিজান। আমরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার বিষয়ে রবিবার রাত সাড়ে ১১ টায়ও কোনো তথ্য দিতে পারেনি বন্দর থানা পুলিশ।