চাঁদাবাজির অভিযোগে সিএমপির ৬ পুলিশ কারাগারে

আজাদী অনলাইন | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২১ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে একজনকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে ছয় পুলিশ সদস্যকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে’র আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়। বাংলানিউজ
কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত ছয় পুলিশ সদস্য হলেন কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ এবং মোর্শেদ বিল্লাহ। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় ছয়জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে’র আদালতে হাজির করা আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে তিন হাজার ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচবি সাংবাদিকতা বিভাগকে এলামনাই এসোসিয়েশনের আর্থিক প্রণোদনা