চাঁদপুর ২৬ রানে হারালো কুমিল্লাকে

বিসিবি অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম ভেন্যুর খেলায় চাঁদপুর জয়লাভ করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় চাঁদপুর ২৬ রানে কুমিল্লাকে পরাজিত করে। টসে জিতে কুমিল্লা চাঁদপুরকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ৫০ ওভারের খেলায় চাঁদপুর ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার তানজিল আকন্দ ২৮,ইমতিয়াজ আইমন ১০,রাতুল দাস ৩৩,মাহনাব চৌধুরী ২৮ এবং মুশফি হাসান অপ. ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। কুমিল্লার পক্ষে সবুজ ২টি উইকেট লাভ করেন। জবাবে কুমিল্লা ৪৫.৩ ওভারে ১৩৬ রান তুলে অলআউট হয়ে যায়। কুমিল্লার পক্ষে মো. মেহেদি ২২,তানভির ১০,মো. ফাইজুল ৪৬ এবং ওমর রাজা ২৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। চাঁদপুরের পক্ষে ইলিয়াস ১২ রান দিয়ে ৩টি,সালমান এবং অনিমেষ প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধলঙ্কা টি-টেনে বাংলা টাইগার্সের হার
পরবর্তী নিবন্ধমিরাজ এবার দায় দিলেন ব্যাটারদের