চাঁটগাইয়্যা নওজোয়ানের শোকসভা ও দোয়া মাহফিল

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

চাঁটগাইয়্যা নওজোয়ান সংগঠনের উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি চেরাগী পাহাড় লুসাই ভবনস্থ সংগঠনের নিজ কার্যালয়ে প্রয়াত আবৃত্তি শিল্পী নাছরিন সুলতানা তমার স্মরণে চাঁটগাইয়্যা নওজোয়ানের উদ্যোগে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি গিয়াস উদ্দীন, জসিম উদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ডা. রকিব উল্ল্যাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হায়দার রাজিন, রেজাউল করিম মানিক, সীমা সেন, মুন্না ফারুক, ইকবাল পিন্টু, আনিসুর রহমান বাবলু, জসিম উদ্দিন মিঠুন, জাহিদ তানসির প্রমুখ। বক্তারা প্রয়াত তমার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তমার মৃত্যুতে চট্টগ্রাম সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। সভা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ করিমুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান সমিতি ঢাকার সম্পাদকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাউজানের শিক্ষার্থীর মৃত্যু