চসিক মেয়র সমীপে

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

একজন নগরবাসী হিসেবে আমি আজ গভীর উদ্বেগের সাথে শহরের নাগরিক নিরাপত্তা নিয়ে কিছু কথা জানাতে চাই। আমাদের চট্টগ্রাম শহর দিন দিন জনসংখ্যার চাপ, যানজট ও অপরাধ বৃদ্ধির কারণে বিপদাপন্ন হয়ে উঠছে। রাতের আঁধারে চুরি, ছিনতাই এবং নানা অপরাধের ঘটনা বেড়ে চলেছে, যা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করছে।

এই শহরের একজন সাধারণ বাসিন্দা হিসেবে আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, নিরাপত্তা সংকটের বিষয়টি আমাদের জীবনে কতটা গভীর প্রভাব ফেলছে। সম্প্রতি, এক সন্ধ্যায় গণপরিবহনে ভ্রমণকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছি। বাসের ভিতর প্রচণ্ড ভিড় ছিল, আর এরই সুযোগে কতিপয় যুবক আমার ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে। ভাগ্যক্রমে আমি সচেতন ছিলাম, ফলে ঘটনাটি শেষ পর্যন্ত সফল হয়নি। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং নগরবাসীর নিরাপত্তার প্রতি আমার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এই ঘটনা শুধু আমার নয়, প্রতিদিন অনেক মানুষ এই শহরে নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন। চুরি, ছিনতাই, এমনকি রাতের বেলা নির্জন রাস্তায় চলাচলও যেন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সুতরাং, নগরপাল জনাব ডা. শাহাদাত হোসেনের প্রতি আমার বিশেষ অনুরোধ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করুন, যাতে প্রতিটি মানুষ এক সুস্থ, শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন লাভ করতে পারে।

হাবিব উল্লাহ রিফাত

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধসুভাষ দত্ত : চলচ্চিত্র নির্মাণের অনন্য কারিগর
পরবর্তী নিবন্ধবৈচিত্র্যময় ঋতু হেমন্ত