চসিক নির্বাচন পেছানোর দাবি

মেয়র প্রার্থী মতিনের স্মারকলিপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১২:২১ অপরাহ্ণ

করোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা এম এ মতিন। আগামী ২৭ জানুয়ারির পরিবর্তে নির্বাচনের তারিখ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পর পুন:নির্ধারণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে গতকাল মঙ্গলবার রিটার্নিং অফিসার চট্টগ্রামের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন তিনি। স্মারকলিপিতে তিনি বলেন, মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য সরকার সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে। এ অবস্থায় ২৭ জানুয়ারি প্রচণ্ড শীতের মাঝে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণাটা জনগণের কাছে অবিবেচক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। যে কারণে নির্বাচন স্থগিত হয়েছিল তা এখন আগের চেয়ে অনেক বেশি বিদ্যমান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আজহারী, রেজাউল করিম তালুকদার, ইঞ্জি: মুহাম্মদ নূর হোসাইন, মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী, ওবাইদুল মোস্তফা কদমরসুলী, নাসির উদ্দীন মাহমুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে হুইল চেয়ার পেল ২০ প্রতিবন্ধী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্রচারণায় নারী কাউন্সিলর প্রার্থীদের ব্যতিক্রমী কৌশল