চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চসিক কলেজ শিক্ষক সমিতি ও চসিক শিক্ষক সমিতির (স্কুল) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে আয়োজত সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে ও স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. মাকসুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক সমিতির সভাপতি আকতার হোসেন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ কর, কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কার্য নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ জিন্নাত পরভীন সাকি, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল, সহ–অর্থ সম্পাদক ও প্রভাষক আবদুল হক, স্কুল শিক্ষক সমিতির সদস্য আবু তৈয়ব, আজম খান, দেবাশীষ দাশ. মিনহাজ উদ্দিন, লিটন দত্ত, আছেফুর রহমান ফারুকী, অজয় চক্রবর্তী, আবুদর রহিম, মিলন পাল, পাপু চৌধুরীসহ বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।