চসিক এলাকায় ২০ মার্চ থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

চসিক এলাকায় অবস্থিত স্কুল সমূহে ২০ মার্চ হতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ২৭ মার্চ হতে ২ এপ্রিল ক্ষুদে ডাক্তারের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে এক এ্যাডভোকেসী সভা ১০ মার্চ চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা মো. ইলিয়াছ চৌধুরী ও স্বাস্থ্য শিক্ষা কমিটির চেয়ারম্যান কাউন্সিলর জহর লাল হাজারী রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. আকিল মাহমুদ, ডা. জুয়েল মহাজন উপস্থিত ছিলেন। মূল কর্মসূচি সর্ম্পকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্ত্তী। সভাপতির বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, নগরীর প্রতিটি স্কুলে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে হবে। তিনি বলেন কৃমি নিয়ন্ত্রন প্রোগ্রাম, স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের পাশাপাশি কোভিড-১৯ প্রসঙ্গেও ছাত্রদের অবহিত করতে হবে। সকলে যাতে স্বাস্থ্য বিধি মেনে চলে তার উপর জোর দেন তিনি। তিনি কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট জোনাল মেডিকেল অফিসারগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল কচুখাইন দরবারে ওরশ
পরবর্তী নিবন্ধকদমতলী মহল্লা কমিটির স্মরণসভা