চসিকের হিসাব রক্ষকের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

ঠিকাদারকে উন্নয়ন কাজের বিলের চেক দেয়ার বিপরীতে ‘ঘুষ’ হিসেবে নগদ টাকা নিচ্ছেন; চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাব রক্ষক মাসুদুল ইসলামের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। তবে ভিডিওটি কখনের তা নিশ্চিত হওয়া যায়নি।

দেড় মিনিটের ওই ভিডিও আজাদীর হাতে আছে। এতে দেখা গেছে, এক ঠিকাদারকে বিলের চেক দেন মাসুদ। তখন ওই ঠিকাদার তার হাতে টাকা দেন। টাকা নিয়ে তা নিজের প্যান্টের পকেটে রেখে দেন তিনি। তবে টাকার অংক স্পষ্ট দেখা যায়নি। ভিডিও’র ১ মিনিট ৫ সেকেন্ডে দেখা গেছে, আরেকজন ৫০০ টাকার নোট দিচ্ছেন মাসুদকে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার আজাদীকে বলেন, বিলের চেক নিতে গেলে ঘুষ নেয়ার বিষয়টি সিটি কর্পোরেশনে অনেকটা স্বাভাবিক বিষয়। কয়েকজন ঠিকদার বলেন, চেকে টাকার অংক কম হলে ৫০০ টাকা দিতে হয়। চেকের অংক বেশি হলে ঘুষের পরিমাণও বেড়ে যায়। এ বিষয়ে জানার জন্য কল দিলে মাসুদুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম আজাদীকে বলেন, ভিডিওটি আমাকে একজন পাঠিয়েছেন, দেখেছি। ঘুষ নেয়া অন্যায়। নেঙট ওয়ার্কিং ডে’তে (পরবর্তী কার্য দিবসে) তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চসিকের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী আজাদীকে বলেন, ভিডিওটি আমি দেখিনি। তবে চেক দেওয়ার সময় টাকা নিলে সেটা অপরাধ। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার এস আলমের দখলমুক্ত এসআইবিএল
পরবর্তী নিবন্ধক্রিকেটে নতুন ইতিহাস