চসিকের সীমানা বাড়ানো দরকার

আনোয়ারার বোয়ালিয়ায় মেয়র

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলীর দক্ষিণ তীরে অবস্থিত অবহেলিত আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিকল্পিত উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন কাজ পরিচালনা করা হবে। আর সরকারের সবচেয়ে বড় লোকসান প্রকল্প হচ্ছে কর্ণফুলী টানেল। আর এই টানেলের ক্ষতি কমিয়ে লাভজনক প্রকল্পে উন্নীত করতে সিটি কর্পোরেশন কাজ করবে। তাই টানেলের আশেপাশের বিভিন্ন এলাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করে এটাকে যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নানান পরিকল্পনা গ্রহণ করা হবে।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আনোয়ারার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিগত ফ্যাসিবাদী সরকারের ১৬ বছরে আনোয়ারায় কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা দেখলে বুঝা যায় এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এলাকার মানুষ চরম বৈষম্যের শিকার। ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এলাকার মানুষ সুদিন ফিরে পাবে।

বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কোরাইশির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন ও মিয়া আবদুল করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আনোয়ারাকর্ণফুলীর সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি বলেন, এই আসনে বিএনপির শক্তিশালী অবস্থানের কারণে পুরো দক্ষিণ জেলায় এর প্রভাব পড়বে। আগামীতে দলের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় যুক্ত করে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসন উপহার দিবেন ইনশাল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাহওয়াজ জামাল নিজাম সনি, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্র নেতা মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতার নবী চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাইফুল ইসলাম, নুর আলী, আব্দুল গফুর, যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ বিএনপি নেতৃবৃন্দ পারকি সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধঘরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
পরবর্তী নিবন্ধনুরের উপর হামলার প্রতিবাদে সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ