চসিকের ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে জরিমানা

বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় নগরে ১৩ জনকে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল পরিচালিত অভিযানে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আলম বলেন, দামপাড়া গরিবুল্লাহ শাহ মাজার এলাকা, এমইএস কলেজ গেট মোড়, ওমেন কলেজ মোড়, খুলশী আবাসিক এলাকা, ফয়’স লেক, ফিরোজ শাহ কলোনি, কৈবল্যধাম, আকবর শাহ, সিডিএ আবাসিক এলাকা ও কর্নেল হাট এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পথচারীর মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মহামারীতে দুস্থ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়
পরবর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি প্রসঙ্গে