চসিকের বিশেষ কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় কোভিড-১৯ গণটিকা প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নিয়ে সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চেীধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান মুরাদ বিপ্লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অডিনেটর ডা. ইমং প্রু চেীধুরী, জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. হাসান মুরাদ চেীধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, সেইভ দ্যা চিলড্রেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বুসরা তাবাসুম, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম প্রমুখ।
উক্ত ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১২ বছর ও এরচেয়ে বেশি বয়সীদের রেজিস্ট্রেশন/ পরিচয় পত্র না থাকলেও শুধুমাত্র লাইন লিস্টিং করে টিকা দেওয়া হবে। এই কর্মসূচির পাশাপাশি ২য় ডোজ ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও চলমান থাকবে। এ ক্যাম্পেইন চলাকালে শুধু ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে ২য় ডোজ প্রদান করা হবে। প্রতিটি ওয়ার্ডে ৪৫০০ জনকে ৯টি কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। স্ব স্ব কাউন্সিলরগণের প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হবে। সকাল ৯টা থেকে কার্যক্রম শুরু হবে। প্রয়োজনে সময় পরিবর্তন ও পরিবর্ধন করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুলের প্রতিষ্ঠাতা পরাণ রহমান স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই