চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার পিতার ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের পিতা সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার কাজী আহমদ নবী গত রোববার রাত ১১ টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে.. রাজেউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গতকাল সোমবার নগরের ষোলশহর জামেয়া আহমিদয়া সুন্নিয়া মাদরাসা মাঠে প্রথম এবং বাদে আসর আনোয়ারার খাসনামা গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কাজী আহমদ নবীর মৃত্যুতে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক জানিয়েছেন চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু হেনা চৌধুরী, যুগ্ম সম্পাদক খাজা আলাউদ্দিন, মামুনুর রশিদ, জাফর আহমদ, মো. সবুর খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিতে গতকাল অনুষ্ঠিত চসিকের সাধারণ সভায় প্রধান নির্বাহীর পিতার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া পৌরসভায় নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের অভিষেক
পরবর্তী নিবন্ধসরকারের প্রধান লক্ষ্য কৃষকদের অধিকার রক্ষা করা