চসিকের তহবিল থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মহানগরীর ৪১টি ওয়ার্ডে ২৯৬টি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার নন্দনকানন থিয়েটার ইনস্টিটিউট হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর জহরলাল হাজারী, মোহাম্মদ সলিমুলাহ বাচ্চু, নুরুল আমিন, শৈবাল দাশ সুমন, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, আনজুমান আরা বেগম, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, আশেক রসুল টিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।