মিথ্যা তথ্য দিয়ে কার পার্কিং ইজারা দেয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর আদায়কারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি রাজস্ব সার্কেল-৮ এ কর্মরত আছেন। গতকাল চসিকের সচিব আবু শাহেদ শাহেদ চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়, এস্টেট শাখায় কর্মরত থাকাকালীন সময়ে শাহ আমানত মার্কেট সংলগ্ন পার্কিং বিধি বহিভূর্তভাবে মিথ্যা তথ্যের মাধ্যমে ইজারা প্রদানের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৫৫ (১) অনুযায়ী মোহাম্মদ জাহাঙ্গীরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
স্টেট শাখা সূত্রে জানা গেছে, বাংলা ১৪২৬ সনের জন্য শাহ আমানত মার্কেটের নিচ তলায় কার পার্কিংয়ের ইজারা দেয়া হয় দিদারুল ইসলাম নামে এক ব্যক্তিকে। তার পিতার নাম মৃত মোহাম্মদ হোসেন এবং ঠিকানা উল্লেখ করা হয়, শাহ আমানত মাজার লেইন, জেল রোড। এর আগে ১৪২৩, ১৪২৪ ও ১৪২৫ বাংলা সনে ইজারা পেয়েছেন তার নামও দিদারুল ইসলাম। তবে তার পিতার নাম হাজী আবদুল মাবুদ এবং ঠিকানা হচ্ছে- ১০৯ শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট।
এদিকে ১৪২৬ সনের জন্যও পূর্বের তিন বছর ইজারা পাওয়া দিদারুল ইসলাম আবেদন করেন। তবে তার নথিপত্রগুলো উপস্থাপন করেননি অভিযুক্ত। এ বিষয়ে ইতোপূর্বে তাকে দেয়া কারণ দর্শানো নোটিশে বলা হয়, ‘প্রকৃত ইজারাদার বিভিন্ন সময়ে কার পার্কিংয়ের ইজারা প্রাপ্তির জন্য আবেদন করলেও তার আবেদন নথিতে উপস্থাপন করা হয়নি। এমনকি অন্য কোনো ইজারাদার আবেদন করেছে কিনা জানতে চাইলেও ‘আবেদন নাই’ বলে জানান। এছাড়া ইজারা গ্রহিতা লীজের কোনো শর্ত ভঙ্গ করেছে কিনা জানতে চাইলেও প্রধান রাজস্ব কর্মকর্তাকে কোনো শর্ত ভঙ্গ করেননি বলে লিখিতভাবে জানিয়েছেন।