চসিকের ওয়েবসাইটে পাওয়া যাবে স্টল বরাদ্দের আবেদন ফরম

একুশে বইমেলা | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

১৮ জানুয়ারি থেকে চসিকের ওয়েবসাইটে পাওয়া যাবে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদন ফরম। ফরমটি ২৬ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইট (www.ccc.gov.bd) অথবা চসিকের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/ctgcitycorp) অথবা সৃজনশীল প্রকাশক পরিষদের ওয়েবসাইট (cspp.boimela@gmail.com) থেকে ডাউনলোড করা যাবে এবং তা পুরণ করে হার্ডকপি আগামী ২৬ জানুয়ারি বেলা ৪টার মধ্যে জমা দিতে হবে। এবার স্টল বরাদ্দ পেতে হলে যেকোনো প্রকাশনী প্রতিষ্ঠানকে ২০২২ সাল পর্যন্ত প্রকাশিত ১৫টি বইয়ের তালিকা এবং প্রকাশিত গ্রন্থের মুদ্রিত ক্যাটালগ জমা দিতে হবে।

উল্লেখ্য, আবেদন ফরম যাচাইবাছাইয়ের পর নির্বাচিত প্রকাশনীকে সিঙ্গেল স্টলের জন্য স্টল ভাড়া বাবদ ৫ হাজার টাকা এবং ডাবল স্টলের ক্ষেত্রে ১০ হাজার টাকা ব্যাংক ড্রাফট অথবা পেঅর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

মেলার স্টল বরাদ্দ সংক্রান্ত যেকোনো সমস্যায় চসিকের উপসচিব আশেক রসুল চৌধুরী টিপুর মোবাইলে (০১৯১৫৭৯৫১৪২) বা itcelleccc@gmail.com মেইলে অথবা চট্টগ্রাম সৃজন শীল প্রকাশক পরিষদের সাথে ০১৭১১৪৭৩৩৩৫, ০১৮১৯৬১৬৪৩৫ নম্বরে অথবা cspp.boimela@gmail.com ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার মনোয়ার হোসেনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধপ্রত্যেক মানুষ নিরাপদে বাড়িতে থাকার অধিকার রাখে