চসিকের অভিজ্ঞতাকে সিলেটের উন্নয়নে কাজে লাগাবো

সিটি মেয়রের সাথে সিলেট মেয়রের সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে চসিকের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করেন। এসময় চসিক মেয়র বলেন, একমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনই শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক বিনিয়োগ করে যাচ্ছে। সুশিক্ষা আর সুস্বাস্থ্য অর্জন ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য চট্টগ্রামের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাবার অধিকার বাস্তবায়নে লড়ছি। বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৬৫ হাজার শিক্ষার্থী পড়ছেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে গত বছর সাড়ে আট লক্ষ নাগরিক চিকিৎসাসেবা নিয়েছেন। তখন আরিফুল হক চৌধুরী বলেন, চসিকের শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগের বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চসিক মেয়রের যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তা সত্যিই প্রশংসনীয়। চসিকের অভিজ্ঞতাকে আমি সিলেটের উন্নয়নে কাজে লাগাবো। গতকাল সোমবার টাইগারপাসস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন সিলেটের মেয়র।

এসময় উপিস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), হাসান মুরাদ বিপ্লব , আবদুস সালাম মাসুম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মাহাম্মদ আবুল হাশেম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধবসন্তে রঙিন নগর