ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, মাহফুজার শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। ৪৫ বছর বয়সী মাহফুজা ওই বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষক ছিলেন। তাকে নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। খবর বিডিনিউজের।