চলে গেলেন ‘পথের পাঁচালী’র দুর্গা

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী সিনেমায় দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত মারা গেছেন। আনন্দাবাজার তার মৃত্যুর খবর জানিয়ে লিখেছে, সোমবার কলকাতার বেসরকারি একটি হাসপাতালে সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উমা দাশগুপ্তের। খবর বিডিনিউজের।

পেশাগত জীবনে তিনি শিক্ষক ছিলেন। কয়েকবছর ধরে অভিনেত্রীর ক্যান্সারের চিকিৎসা চলছিল। পরিচালকঅভিনতা চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, সকালে উমাদির মেয়ের সঙ্গে দেখা হল। তখনই জানলাম উমাদি চলে গেছেন। চিরঞ্জিতের কথায় জানা গেল, কয়েক বছর আগে উমা দশগুপ্তের শরীরে মরণব্যাধি বাসা বাঁধে।

মাঝে সুস্থ হলেও ফের রোগ ফিরে আসে। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখান থেকে আর তিনি ফিরলেন না। থিয়েটারের মঞ্চে অভিনয় করা উমা দাশগুপ্ত মাত্র একটি সিনেমা করে বিশ্বজোড়া খ্যাতি কুড়ান, সেটি হল ‘পথের পাঁচালী’। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় উমা হয়েছিলেন শিশু অপুর দিদি ‘দুর্গা’।

উমা যে স্কুলে পড়তেন, সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে ছিল সত্যজিতের চেনাজানা। ওই শিক্ষকের সুবাদে উমাকে দুর্গা চরিত্রের জন্য খুঁজে পেয়েছিলেন সত্যজিৎ। পথের পাঁচালীর পর উমাকে আর কোনো সিনেমার পর্দায় আর দেখা যায়নি। কান্নায় ভেঙে পড়ে অপু চরিত্র করা সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, কি আর বলব দুঃখের কথা! এতদিনের ভাইবোনের সম্পর্ক। ‘পথের পাঁচালী’ শুধু সিনেমা নয়, ওটা মিরাকল ছিল। আমাদের পারিবারিক জীবনের চালচিত্র। ৬৯ বছর হয়ে গেল। আজও মানুষ মনে রেখেছেন। দুর্গা আর আমার এটাই পাওয়া।

পূর্ববর্তী নিবন্ধফের কি প্রেমে পড়েছেন পরীমনি?
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.৩৩ কোটি টাকা