মাত্র ৪০ বছর বয়সেই চলে গেলেন নাটক নির্মাতা সাখাওয়াৎ মানিক। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাবনায় নিজের বাড়িতে তার মৃত্যু হয় বলে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর জানিয়েছেন। টেলিভিশনে নাটক নির্মাতাদের এই সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত মানিক দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে তাদের সদস্য মানিকের মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’সহ একক ও ধারাবাহিক মিলিয়ে তিনি শতাধিক নাটক নির্মাণ করেছেন মানিক। চার বোন দুই ভাইয়ের মধ্যে মানিক ছিলেন সবার বড়। রোববার পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে জোহরের পর তার জানাজা হবে। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।