চলে গেলেন অভিনেতা পার্থসারথি দেব

| রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

দেড় মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পশ্চিমবঙ্গের অভিনেতা পার্থসারথি দেব মারা গেছেন। সংবাদ প্রতিদিন জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে অভিনেতার মৃত্যু হয়। গত ৯ ফেব্রুয়ারি সর্দিকাশি নিয়ে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থসারথি দেব। সে সময় পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। পরে ফুসফুসে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। খবর বিডিনিউজের।

শনিবার অভিনেতার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে রাখা হবে। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানেই হাজির হবেন কলকাতার নাটকসিনেমা জগতের শিল্পীরা। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন পার্থসারথি। ক্যারিয়ারে থিয়েটারের মঞ্চ, সিরিয়াল, টেলিফিল্মে অভিনয় করেছেন পার্থসারথি দেব।

কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’সহ দুইশোর বেশি সিনেমায় তাকে পাওয়া গেছে। এছাড়া কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ সিনেমাতেও দেখা গিয়েছে পার্থসারথিকে।

এক আকাশের নীচে’, ‘চুনীপান্না’, ‘জয়ী’র মতো জনপ্রিয় কিছু সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন তিনি। অভিনয় করেছে ‘সত্যজিতের গপ্পো’ সিরিজেও। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতার।

তারপর থেকে একাই থাকতেন তিনি। হাসপাতালে থাকার সময়ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর করতে দেখা যায়নি বলে লিখেছে কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যম।

পূর্ববর্তী নিবন্ধঈদ ইত্যাদিতে দেখা যাবে সিয়াম ও মেহজাবীনের নাচ
পরবর্তী নিবন্ধনিজ উদ্যোগে হিন্দি সিনেমা আনছে সিনেপ্লেক্স